সাধারণত ক্রেতা ও বিক্রেতা যখন বাজারে কোন পণ্য বা দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয়ের জন্য সমঝোতায় আসে তখন ঐ মূল্যকে বাজারদর বলে। সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রয়োজনীয় পণ্যের বাজারদর দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির জন্য অধিকাংশ জনগণ প্রতিনিয়তই ভোগান্তির শিকার হন। একই পণ্যের বাজারদর এলাকাভেদে একেক রকম হয়। এক শ্রেণীর লোক বেশি মুনাফা লাভের আশায় পণ্যের কৃত্রিম বাজার সংকট তৈরি করছে। এই সংকট দূরীকরণে সকল পণ্যের বাজারদর যথাযথ সময়ে সবার নিকট পৌঁছে দিতে হবে। প্রতিদিনের বাজারদর জানার জন্য এখানে ক্লিক করুন। ঢাকা শহর সকল ধরনের বাণিজ্যিক কর্মকান্ডের একটি কেন্দ্রীয় এলাকা। ঢাকা শহরের গত বছর এবং গত মাসের সঙ্গে বর্তমান বাজারদরের তুলনামূলক চিত্র এখানে পাওয়া যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS